আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

নতুন ঠিকানায় মঈন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-১৬ ১২:৪৪:২৯


নতুন ঠিকানায় মঈন|| অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ||

বন্ধু তুমি এই ঝুম বৃষ্টিতে একটা চিরস্থায়ী ছাদ পেয়েছো,
আমরা এখনও অস্থায়ী মাথাল এ মাথা ঢাকি...
বন্ধু তুমি জনতার ভালোবাসার ঢালিতে নিজেকে জড়িয়েছো,
আমরা তো এখনও বাগানে পড়ে থাকা ফুলে নিজেদের আঁকি।
বন্ধু তুমি পেয়েছো আরাধ্য ঠিকানা,
আমরা তো এখনও খুঁজে অস্থির পেতে নিজের আস্তানা।

বন্ধু আমাদের ভুলে একলা গেলে চলে, কিছু নাহি বলে,
আমরা নিয়মের অমোঘ জালে এখনও বন্দি চলাচলে।
বন্ধু সবাইকে শুদ্ধ করে নিজেই হয়েছো বিশুদ্ধ,
এক জীবনে তোমার অর্জনে ঈর্ষান্বিত আমরা, বিদায়ে হয়েছি বাকরুদ্ধ।

তুমি ইতি টেনেছো পুরাতন জীবনের, আলোকিত নতুন পথে,
পাথেয় করেছ স্রষ্ঠার সৃষ্টির আকুতিভরা আশির্বাদ মনোরথে।
মানব সেবায় তুমি মহারথী, ছড়িয়েছো মানবতার বন্যা,
অতুলনীয় তুমি, দেখতে কি পাও সবার চোখের কান্না?

বন্ধু এ বদ্ধ ধরায় তোমাকে ছাড়া একলা একলা লাগে,
জানিও কেমন আছো নতুন ঠিকানায়, স্রষ্টার সাজানো বাগে।
আমাদের প্রতিদিনের সবটুকু প্রার্থনা তোমার তরে,
নিশ্চয়ই তাঁর কৃপা তোমার সঙ্গে রবে নির্ভারে।

শেয়ার করুন

আপনার মতামত দিন