আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ভিক্ষুক যখন রাজাধিরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-২৩ ১৯:৪৮:৫৬





|| ড. নিজাম উদ্দিন স্বপন ||

সুর্য যদি কখনো পশ্চিমে হতো উদয়,
মানুষ ভাবতো পৃথিবী ধ্বংস হবে নিশ্চয়।
রক্ষক যেখানে দিবালয়ে হয়ে যায় ভক্ষক,
অসহায় বিশ্বাসীর জীবন নিরাশা নিরর্থক।

বিত্তশালী খুঁজে নতুন অর্থের যোগান,
সমাজপতির তেলের মাথায় তেল মর্দন।
লোক দেখানো ছবি, কেড়ে নেয়া সে দান,
মেকাপেতে পোজ, ভাইরাল হয় সে ভান।

নাজিম উদ্দিন এলো কোত্থেকে মহীয়ান!
ভিক্ষার ঝুড়ি সহ করে সবটুকু সম্প্রদান।  
মানবতাকে কাঁদায় মহান এ উৎসর্গকারী,
ইশারায় শেখালো মানুষ-ই শ্রেষ্ঠ কাণ্ডারি।

কে বলে সে ভিক্ষুক? মনুষ্যত্বের স্মারক,
ছেড়া জামায় দেখো বিবেকের মহানায়ক।
এ সমাজ শিখে রাখো, চিনে রাখো তাঁরে,
এ অসময়ের জ্বলন্ত শিখা মানবের তরে।

ভিক্ষুক সে নয়, নয়তো গ্রহীতা অপূর্ণ,
রাজাধিরাজ সে, দাতার হৃদয়ে সম্পূর্ণ।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন