আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ক্ষমা করো হে সৃষ্টি জগতের প্রতিপালক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-২৬ ২১:৪৪:১৪




|| সালাম মশরুর ||
দেয়ালে পিঠ ঠেকেছে
এবার নি:শ্বাস বন্ধ হবে
হে সৃষ্টির প্রতিপালক
আমাদের উপর থেকে এমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাও
ভালো আছে মন্দও আছে সৃষ্টিতে
পাপে পাপে পুঞ্জিভুত হয়েছে কতকাল
যতটা গেছে যাক এ যাবত
বাকীটা রক্ষা করো- ফিরিয়ে দাও
প্রানের সঞ্চার হোক সৃষ্টিতে
শক্তি পরাশক্তি সবটাই একাকার
মাটিতে মিশে গেছে দম্ভ অহংকার
সেই সকল মাটির সন্তানেরা ঘামের জলে ভিজে জবু থবু।
এখন মহাকালের কঠিন সময়
বিশ্বাস অবিশ্বাসের  দোলাচলে
ভাবনার আকাশে ভঙ্গুর চাঁদ
তলানীতে এসে ঠেকেছে বেঁচে থাকার স্বপ্ন।
ক্ষমা করো-
হে সকল সৃষ্টির প্রতিপালক
বিরান করোনা সাজানো বাগান
ফ্যাকাসে হয়ে যাচ্ছে দুধে আলতা পৃথিবীর রং
এই বিপর্যয় ঠেকাও
কান্নায় বাতাস ভারী হচ্ছে
মা হচ্ছে ছেলে হারা, স্ত্রী হচ্ছে স্বামী হারা
বুক চাপড়ে কাঁদছে পিতা
ধাপে ধাপে এগুচ্ছে মৃত্যুর মিছিল
এ ধরার খরা ঠেকাও।
খরা চলছে জলে স্থলে অন্তরীক্ষে
আকাশে পাখি আছে এই আকাশে বিমান নেই,
সাগরে মাছ আছে এই সাগরে জাহাজ নেই
ধরাতলে  নির্বিঘ্নে বিচরন করছে কুকুর বিড়াল, পশুরা
মানবহীন চলার পথ গৃহবন্দী মানুষ
শুধু হাহাকার
এই দৃশ্য দেখেনি পৃথিবীর মানুষ
রক্ষা করো মানবকুল, যা তোমারই সৃষ্টি
বেঁচে আছি আমরা তোমারই করুণায়
প্রকৃতি কাঁদছে দুর্যোগের ঘনঘটায়
হাসি নেই, উৎসব নেই, কোলাহল নেই, বিষন্নপ্রহর।
হে ভাগ্য বিধাতা
তোমার সৃষ্টি জগত তুমি রক্ষা করো
আমরা এসেছি আবার চলে যাবো
এই নিয়মে রেখে আমাদের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করো।
আমরা আরো কিছুদিন বাঁচতে চাই
তোমার সুন্দর পৃথিবীতে
এই পৃথিবী একান্ত তোমার
সকল সৃষ্টি একান্ত তোমার
ওরা নির্বোধ, ওদের ক্ষমা করো।

শেয়ার করুন

আপনার মতামত দিন