Sylhet View 24 PRINT

ত্রিপুরার কবি গোবিন্দ ধরের জন্মদিন ঘিরে নানা আয়োজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৬ ১৯:০৯:০১

সিলেটভিউ ডেস্ক :: ভারতের ত্রিপুরার কবি, শিক্ষক ও সম্পাদক গোবিন্দ ধরের ৫০তম জন্মদিন ঘিরে আগামী ৩০ জুলাই তাঁর দেশের পাশাপাশি বাংলাদেশেও নানা আয়োজন করা হয়েছে। তাঁর শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠন এ আয়োজন করেছে। এছাড়া তাঁকে নিয়ে বেশ কিছু মূল্যায়নধর্মী সাহিত্য-সাময়িকীও প্রকাশিত হবে।

‘মনু থেকে ফেনী’ সাহিত্য পত্রিকার তরফ থেকে ৩০ জুলাই দিনভর অনলাইনে নানাভাবে গোবিন্দ ধরের জন্মদিন পালন করা হবে। এই অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ভারতের বিশিষ্ট গবেষক ও কবি তপোধীর ভট্টাচার্য। অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। ‘মনু থেকে ফেনী’ সম্পাদক বিজন বোস এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া গোবিন্দ ধরকে নিয়ে একটি সম্মাননা সংখ্যা প্রকাশ করবে বাংলাদেশের ‘পাতা প্রকাশ’ ও ‘মুগ্ধতা’ এবং ভারতের ত্রিপুরার বাংলাভাষা স্রোত, আসাম থেকে ‘মননভূমি অনলাইন সাহিত্য পত্রিকা’।

ওইদিন ‘গোবিন্দ ধর ডটকম’ ওয়েবজিনেও প্রকাশিত হবে তাঁকে নিয়ে বিশেষ সংখ্যা। তাঁর জন্মদিন ঘিরে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট লেখকেরা ভিডিও-বার্তা প্রেরণ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ জুলাই ২০২০/ প্রেবি/ আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.