Sylhet View 24 PRINT

কবিতা || মুক্তির অবতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০১ ২০:৪৮:২৫



|| শুয়াইব আহমদ ||

৭ই মার্চ ৭১ সালে।
বজ্রকন্ঠের উদাত্ত আহ্বানে, লাগিলো হাওয়া পালে।

বঙ্গমঞ্চে উদয় হইলেন মুক্তির অবতার,
বলিষ্ঠ সেই বজ্রকন্ঠে খুলিলো নতুন দ্বার।

স্বপ্ন দেখিলো বাঙালি জাতি গোলামির দিন শেষ,
সংগ্রাম করে আনিবে ছিনিয়া সোনার বাংলাদেশ।

কহিলেন নেতা বঙ্গবন্ধু তোমরা মোদের ভাই,
রক্ত দিছি আরও দিবো স্বাধীন বাংলা চাই।

রেসকোর্স মাঠে জনসমুদ্র মুক্তির হাতছানি,
লক্ষ জনতা শুনিয়া নেতার বজ্রকন্ঠ বাণী।

সেইদিন থেকে যুদ্ধ শুরু আর নয় পরাধীনতা,
ছিনিয়া আনিলো লক্ষ জনতা বাংলার স্বাধীনতা।

কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি গাই তোমারি গান,
বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান।
/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.