আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

‌‘‘সিলেটের ঘটনায় শিবিরকে ‘দুর্বৃত্ত’ বলে বাঁচিয়ে দিয়েছে সংবাদমাধ্যম’’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-০৯ ২১:৩১:১৯

লেখক।

আশরাফুল আলম খোকন :: বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের নাম শুনলে অনেকেরই গাত্রদাহ হয়। বিএনপি জামায়াতসহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হবে, এটাই স্বাভাবিক। কারণ ছাত্রলীগ সবসময় প্রগতিশীলতার রাজনীতি করেছে। আবার বাম ঘেঁষা প্রগতিশীলদের মধ্যেও একটি গোষ্ঠী আছে, ছাত্রলীগের নাম শুনলেই যাদের গা জ্বালা করে। কারণ ওনারা যখন তত্ত্ব নিয়ে ব্যস্ত, ছাত্রলীগ তখন ছাত্রদের দাবি তথা গণমানুষের অধিকার নিয়ে মাঠে ঘাটে কাজ করেছে। আবার ছাত্রলীগের সমালোচনা করলে জাতে উঠা যায়- এই রকম শ্রেণির লোকজন শুধু দলের বাইরে নয়, দলের মধ্যেই রয়েছে। ছাত্রলীগকে গালিগালাজ করে সুশীলের খাতায় নাম লেখাতে চায়।

যদি হিসাব করে দেখেন, দেখবেন দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকায় থেকে সবচেয়ে বেশি জীবন দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। আরও দুঃখজনক হলো, আওয়ামী লীগ যখন সরকারি দলে তখনও ছাত্রলীগের নেতা কর্মীদের ব্রাশ ফায়ার করে মারা হয়। আর বিরোধী দলে থাকলে তো কথাই নেই। হত্যা, নির্যাতনের শিকার সবচেয়ে বেশি তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ কতটা অসহায় এবং সহনশীল তা গত দুইদিনের পত্রিকার সংবাদের হেডলাইন উল্লেখ করলেই বুঝবেন। আগেরদিন পত্রিকা লিখেছে, ছাত্রলীগের দুই নেতার হাত পা কেটে নিয়েছে ‘দুর্বৃত্তরা’। পরেরদিনের সংবাদ ‘শিবির সন্দেহে পিটুনি দিয়েছে ছাত্রলীগ’। খেয়াল করলে দেখবেন, সংবাদমাধ্যমগুলো শিবিরকে ‘দুর্বৃত্ত’ বলে বাঁচিয়ে দিয়েছে। অথচ পিটুনির ক্ষেত্রেও ছাত্রলীগের নাম উল্লেখ করতে ছাড় দেয়নি।

এতগুলো কথা বলার কারণ, শিবিরের নৃশংসতায় হাত হারিয়ে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে ঢাকার হাসপাতালে কাতরাচ্ছে সিলেটের ছাত্রলীগের দুই কর্মী। তাদের অপরাধ তারা বিএনপি জামায়াত অধ্যুষিত একটি কলেজে ছাত্রলীগের রাজনীতি চালু করতে চেয়েছিল। তারা এখন এতটাই অসহায় যে উল্লেখ করার মত কোনো বড় নেতা মন্ত্রী এমপিরাও তাদের দেখতে যাননি।

কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক গিয়েছেন। আর সর্বশেষ ভরসার আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। ক্ষমতার অংশীদার হই আমরা সবাই, দায় নিতে হয় শুধু বঙ্গবন্ধু কন্যার।

লেখক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

সূত্র: ঢাকা টাইমস

শেয়ার করুন

আপনার মতামত দিন