আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বঙ্গবন্ধু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১০ ১৭:৪৮:৪৭

বঙ্গবন্ধু

-শাহ মুজিবুর রহমান জকন

যখন তোমার সেই কবিতা
ভেসে উঠে প্রাণে,
ঢেউয়ের মতো জেগে উঠি
জোর পেয়ে যাই মনে।

সেদিন আমি শিশু ছিলাম
বয়স ছিলো কম,
ঘরের কোণে খেলা করে
কাটতো আমার দম।

সাতই মার্চের সেই কবিতা
অক্সিজেনে ভরা,
কি ছিলো সেই যাদুর বাঁশী
আজো কাঁপায় ধরা।

যখন আসে সেই কাল রাত
রক্তঝরা ভোর,
কেঁদে উঠে ভোরের বাতাস
বাজে করুণ সুর।

সূর্য সেদিন উঠেই দেখে
রক্তে ভেজা দেশ,
বুক চাপড়ে কাঁদে জাতি
হায়রে বাংলাদেশ।

-সাংবাদিক, এটিএন বাংলা, সিলেট

সিলেটভিউ২৪ডটকম/ ১০ আগস্ট ২০১৭/ এসজে/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন