আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শীতার্থ অসহায় মানুষের পাশে আইনসেবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১১ ০১:৪৫:৫৮

সাারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহে দুর্ভোগে সময় অতিবাহিত করছে দুস্থ ও অসহায় মানুষ। আর এই হাড়কাপানো শীতে শীতার্থ মানুষের পাশে দাড়িয়েছে আইনসেবা-এ লিগ্যাল সাপোর্ট সেন্টার সোসাইটি।

৯ জানুয়ারী রাতব্যাপী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, ফকিরাপুল, হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকা ও ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আইনসেবা’র কয়েকজন সদস্য। প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইনসেবা’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি স্বর্ণকান্তি দাস চৌধুরী, সহ-নির্বাহী পরিচালক ও সুপ্রীম কোর্টের আইনজীবি নুরুল আলম ভ্ুঁইয়া, আইনসেবা’র সাধারণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবি এডভোকেট মো. নজরুল ইসলাম, ট্রেজারার ও চ্যানেল আইয়ের সাংবাদিক আবু মো. ফাইজুল আরোফিন, নির্বাহী সদস্য মোছাম্মাৎ নুরজাহান পারভীন।

উল্লেখ্য, গত বছরের ৬ মার্চ আইনসেবা-এ লিগ্যাল সাপোর্ট সেন্টার সোসাইটি গরীব, মেহনতি ও দুস্থ মানুষের জন্য বিনামুল্যে আইনী সেবা প্রদানের লক্ষ্যে সরকারীভাবে নিবন্ধন লাভ করে।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন