আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আদালতে খালেদা জিয়া: নবম দিনের যুক্তি উপস্থাপন চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১১ ১১:৩৯:৫১

সিলেটভিউ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে যুক্তি উপস্থাপন চলছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টা ৯ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নবম দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী জমির উদ্দীন সরকার।

বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার চলছে। এগুলোর হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে আদালতে এসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

এর আগে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহম্মদ আলী।

গত বছরের ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। ওইদিন খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় আদালতে।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

ওই অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ বিষয়ে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১১জানুয়ারি২০১৮/ডেস্ক/এমইকে

শেয়ার করুন

আপনার মতামত দিন