আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে নিহত এক রোহিঙ্গা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২২ ১২:৩২:৪০

সিলেটভিউ ডেস্ক :: কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান।

নিহত ইউসুফ জালাল (৫০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ ব্লকের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভোরে ইউসুফ ক্যাম্পের বাসা থেকে বের হয়ে বালুখালী পানবাজার সংলগ্ন স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন। অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় তার চিৎকারে স্থানীরা এগিয়ে এসে বালুখালী এমএসএফ হাসপাতালে নিয়ে।যা। সকাল ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য ইউসুফের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান টুটুল।

গত ১৩ জানুয়ারি কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা ও ২০ জানুযারি গুলিবিদ্ধ হয়ে আরও এক রোহিঙ্গার মৃতু হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২২জানুয়ারি ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন