Sylhet View 24 PRINT

সাড়ে ৮ হাজার সৌদি রিয়াল নিতে পারবেন বাংলাদেশী হজযাত্রীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৫ ১০:২৯:২০

সিলেটভিউ ডেস্ক :: বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা এ বছর বাড়ি ভাড়া, পরিবহন ভাড়া, সার্ভিস চার্জ ও খাওয়া-দাওয়ার জন্য সৌদি আরবে নিতে পারবেন ৮ হাজার ৪১৫ সৌদি রিয়াল। এই মুদ্রা ই-পেমেন্ট সিস্টেমে নিজ নিজ হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সৌদি আরবে পাঠানোর জন্য ব্যাংকগুলো নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজযাত্রীদের নামের তালিকা ও সৌদি আরবে বাড়ি ভাড়ার চুক্তিপত্রের প্রমাণপত্র দাখিল করে নিজ নিজ হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রী জন্য ৪ হাজার ৩৫৭.৫০ সৌদি রিয়াল পাঠাতে হবে। এছাড়া সৌদি আরবে বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন খরচ হিসেবে ১ হাজার ১৪৩.৪৫ এবং এর বাইরে আরও অতিরিক্ত সার্ভিস চার্জ বাবদ ১ হাজার ৫৭১.৭৭ সৌদি রিয়াল দরকার পড়বে। সেখানে খাওয়া-দাওয়া খরচ পড়বে ১ হাজার ৩৪২.২৮ সৌদি রিয়াল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, মোট ৮ হাজার ৪১৫ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে সৌদি আরবে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.