Sylhet View 24 PRINT

চিকিৎসা সেবা বাবদ সরকারিভাবে রোগী প্রতি খরচ সাড়ে ৭৬ হাজার টাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১২ ১২:৩১:৩৮

সিলেটভিউ ডেস্ক :: প্রতি অর্থবছরেই সরকারি হাসপাতালগুলোর জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে রোগী প্রতি সরকারের খরচ হচ্ছে ৭৬ হাজার ৪৯৮ টাকা ৯১ পয়সা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১২ জুন) সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে সকাল পৌনে ১১টা ১৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বর্তমান বছরে চিকিৎসা সেবা বাবদ সরকারিভাবে রোগী প্রতি ব্যয়ের জন্য অর্থের পরিমাণ ৭৬ হাজার ৩৭৩ টাকা ৯১ পয়সা। আর ওষুধ ও খাবার বাবদ রোগী প্রতি খচর হচ্ছে ১২৫ টাকা। সরকার প্রতিবছরই মাথা পিছু চিকিৎসা সেবার ব্যয় বাড়ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এই মুহুর্তে ৯৫ হাজার ৮৩৬ জন চিকিৎসক রয়েছেন। এরমধ্যে সারাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা ২৮ হাজার ৭৪১ জন। এসব চিকিৎসকের মধ্যে বিএমডিসির রেজিস্ট্রার্ডভুক্ত ৮৭ হাজার ৩২১ জন, বিডিএস রেজিস্ট্রার্ড ৮ হাজার ৫১৫ জন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসহ অন্যান্য অনুমোদিত মেডিকেল কলেজে প্রতিবছর ২ হাজার ৮৪৬ জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ কোর্সে চিকিৎসক ভর্তি হচ্ছেন।

সিলেটভিউ২৪ডটকম/১২জুন২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.