আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

৩০ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ১৭:৩০:৪৬

সিলেটভিউ ডেস্ক :: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের দুই মামলায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো এবং মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দীন সিদ্দিকী ওই শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে বাড্ডা থানার মামলায় ১০ জন, ভাটারা থানার মামলায় ৬ জন, ধানমন্ডির মামলায় জামিন পেয়েছেন ৯ জন। 

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নুর মোহাম্মদ, জাহিদুল হক, হাসান, রেদওয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, এ এইচ এম খালিদ রেজা ওরফে তন্ময়, রেজা রিফাত আখলাক, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, মাসাদ মোর্তোজা বিন আহাদ, সাখাওয়াত হোসেন নিঝুম, সিফাত শাহরিয়ার, আজিজুল করিম অন্তর, মেহেদী হাসান, ফয়েজ আহম্মেদ আদনান, শিক্ষার্থী হলেন সোহাদ খান, মাসরিকুল আলম, তমাল সামাদ, ওমর সিয়াম, মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান, ইকবাল হাসান, মিনহাজ রহমান ও নাইমুর রহমান।

আসামিপক্ষে অ্যাডভোকেট কবীর হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আক্তার হোসেন জুয়েলসহ কয়েক আইনজীবী এ আবেদন করেছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/ডেস্ক এলএস

শেয়ার করুন

আপনার মতামত দিন