আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রশ্নফাঁস রোধে কঠোর হব: শিক্ষা উপমন্ত্রী নওফেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৫:৩৭:০৩

সিলেটভিউ ডেস্ক :: বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, “আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব।”

শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে নতুন শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, “শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে।”

এ সময় নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।



সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/বাপ্র/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন