আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বসল অষ্টম স্প্যান, দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১২০০ মিটার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৩:৩৪:২০

স্বপ্নের পদ্মা সেতুতে বসল অষ্টম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর টানা ১ হাজার ২০০ মিটার। আজ বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই দুই পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়।

এ বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির জানান, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে অষ্টম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরার নাওডোবার উদ্দেশে রওনা হয়। স্প্যানটি বিকেলে জাজিরার নাওডোবার প্রান্তে পৌঁছে। বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে স্প্যানটি পিলারের ওপর বসানো হয়।

এর আগে পদ্মার দুই পারের সংযোগ ঘটাতে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানো হয়। আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর আরো একটি স্প্যান বসানো হয়। একই বছরের ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর তৃতীয় স্প্যান বসানো হয়। ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়। ২৯ জুন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সেতুর পঞ্চম স্প্যান বসানো হয়। অপরদিকে গত বছরের শেষ দিকে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর একমাত্র স্প্যানটি বসানো হয়। এ ছাড়াও চলতি বছরের ২৩ জানুয়ারি মাসে জাজিরা প্রান্তের তীরের দিকে ষষ্ঠ স্প্যান বসানো হয়।  প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।
সৌজন্যেঃকালের কণ্ঠ


শেয়ার করুন

আপনার মতামত দিন