Sylhet View 24 PRINT

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৪ ১০:২৮:১৪

ঝিনাইদহের শৈলকূপায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারীসহ দু’জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য মোনায়েম ও মাতব্বর কিবরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। শুক্রবার কিবরিয়ার বিয়ের বরযাত্রী যাওয়াকে কেন্দ্র করে মোনায়েমের লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই গ্রামের তুতা ও বাচ্চুর স্ত্রী সোনিয়া আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
কিবরিয়া জানায়, তার বিয়ের দাওয়াত না দেওয়ায় মোনায়েমের লোকজন হামলা চালিায়। প্রতিপক্ষরা তার সমর্থক মেহের মন্ডল, নজির মন্ডল, সবুর মন্ডল, গোলাম রব্বানীর বাড়িরসহ ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

শৈলকূপা থানার (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.