আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: স্পিকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ২০:৩৩:২৩

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতিসংঘ ওআইসিসহ সকলের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এ সময় তিনি মুসলিম বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নৈতিকতা প্রতিষ্ঠা ও সহিংসতা বন্ধে ওআইসি পার্লামেন্টারি ইউনিয়নের প্রতি সোচ্চার ও সক্রিয় হতে আহ্বান জানান।

মরক্কোর রাজধানী রাবাতে চলমান পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস-এর ১৪তম সম্মেলনের সমাপনী দিনে বৃহস্পতিবার জেনারেল কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ আরও জানায়, নিরীহ ও নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর নৃশংস সহিংসতা বন্ধে মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সভায় ড. শিরীন শারমিন চৌধুরী ওআইসি পার্লামেন্টারি ইউনিয়নের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে গত বছর বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করায় ধন্যবাদ জানান। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন সম্ভব বলেও উল্লেখ করেন।

গত ১১ মার্চ শুরু হওয়া এ সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা, সৈয়দা জাকিয়া নূর, মাসুদ উদ্দিন চৌধুরী এমপিসহ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
সিলেটভিউ ২৪ডটকম/১৩ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন