আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

হামলাকারীরা প্রথম গিয়েছিল পুরুষদের রুমে: বাংলাদেশি নারী আফসানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১১:২৭:১৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৪৮ জন।

এসময় ওই মসজিদের ভেতরে ছিলেন বাংলাদেশি নারী আফসানা।

এক বছর আগে নিউজিল্যান্ড প্রবাসী এক বাংলাদেশিকে বিয়ে করে সেখানে যান তিনি। আল নূর মসজিদ থেকে তাদের বাসা মাত্র এক মিনিটের পথ।

বিবিসিকে আফসানা জানান, ‘আরও দুই বাংলাদেশি নারীসহ আমরা মসজিদের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে বাইরে আসি।

যারা গুলি করছিল, ওরা প্রথম মহিলাদের রুমে আসেনি, ওরা প্রথম গিয়েছিল পুরুষের রুমে। চাবি, জুতা ফেলে আমরা তিনজনই একসঙ্গে দৌড় দিই।’

তাদের মধ্যে এক নারীর পায়ে গুলি লাগে বলেও জানান আফসানা।

আফসানা জানান, যে ব্যক্তি গুলি করছিল, তাকে দেখেননি তিনি।

তিনি বলেন, আমরা ভয়ে পেছনে আর ফিরে তাকাইনি।



সিলেটভিউ ২৪ডটকম/১৬মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃযুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন