আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

'মনোনয়ন বাণিজ্যের কারণেই বিএনপি কোনো ভোট পায় নি'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৮ ২০:২৮:১৩

সিলেটভিউ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই এবারের নির্বাচনে দলটি কোনো ভোট পায় নি।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ থেকে টানা ২০১৮ সাল পর্যন্ত দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছে, তার ধারাবাহিকতা ধরে রাখতেই এবারও জনগণ নৌকায় ভোট দিয়েছেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গব্ন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল। জনগণ তা প্রতিহত করেছিল। আওয়ামী লীগ পুনরায় নির্বাচনে আসে। এক দশক ধরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে আসছে, এতে করে দেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমেছে। মাথাপিছু আয় বেড়েছে। জঙ্গি-সন্ত্রাস দমনে এনেছি। তখন জনগণ আমাদের ভোট দিয়েছে।'

শেখ হাসিনা বলেন, যারা যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, তাদের নিয়েই বিএনপি নির্বাচনে গেছে। দুর্নীতি, হত্যা, খুনের মধ্য দিয়েই তাদের নেতারা জেলে। এর মধ্যে ৮০ ভাগ ভোট পড়েছে। বিএনপি, জামায়াত একটা ভোটও পায়নি।

তিনি বলেন, ‘১৯৪৮ সালে ভাষা আন্দোলনের শুরু থেকেই বাংলাদেশকে স্বাধীন করার চিন্তা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে সময় ভাষা আন্দোলনে অংশ নেন। এভাবেই ধাপে-ধাপে তিনি আন্দোলন-কর্মসূচির পরিকল্পনা করেন। আর তার ফলাফলই আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধের বিজয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের মনে মুক্তিযুদ্ধে যুদ্ধ করার সাহস যুগিয়েছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তান সৃষ্টির জন্য তিনি সংগ্রাম করেন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর যখন তিনি দেখলেন পাকিস্তান নামে যে দেশটি হলো সে দেশটিই বাঙালিদের শোষণ করে। তখন তাদের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করার আন্দোলনটা তিনি শুরু করেছিলেন বাংলা ভাষায় কথা বলার আন্দোলনের মাধ্যমে।’


সিলেটভিউ ২৪ডটকম/১৮ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে:সময়

শেয়ার করুন

আপনার মতামত দিন