আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সফল সার্জারির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওবায়দুল কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ১৮:২৩:১৫

সিলেটভিউ ডেস্ক :: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার সকালে। ডা. ফিলিপ কোহ'র নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি তার বাইপাস সার্জারি করবেন। এজন্য সফল সার্জারি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেতুমন্ত্রী।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সাথে দেখা করে আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন আহমেদ চৌধুরী ফেসবুকে একথা জানান।
তিনি লেখেন, কাদের ভাইয়ের সাথে আজ দেখা হল হাসপাতালের কেবিনে। কক্ষের বাইরে করিডোরে তিনি আজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছেন। আল্লাহর রহমতে উনার স্বাস্থ্যের অবস্থা অনেক ভাল। আগামীকালের সার্জারির জন্য শারীরিক এবং মানসিকভাবে তিনি সম্পূর্ণ প্রস্তুত। স্বভাবসুলভভাবে সবার এবং দেশের খোঁজ-খবর নিলেন। শীতলক্ষ্যা সেতু উদ্বোধনকালে নেত্রী উনার কথা স্মরণ করেছেন এবং সুস্থ হলে কাদের ভাইকে নিয়ে সেতু দেখতে যাবেন বলেছেন তা জানানোতে খুব খুশি হয়েছেন। আগামীকালের অপারেশন সফলভাবে সম্পূর্ণ হওয়া এবং পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
সিলেটভিউ ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন