Sylhet View 24 PRINT

হারানো জিডি তদন্ত করতে গিয়ে বের হয় আসল রহস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৬:০০:৫২

সিলেটভিউ ডেস্ক:: আনুমানিক দেড় মাস আগে এক দুপুরে বাসার বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় মিনা (৫) নামের শিশুটি। দরিদ্র বাবা মায়ের ছোট মেয়েটি নিখোঁজের পর পাগলপ্রায় বাসার সবাই। থানায় হারানো জিডি তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য।

ধোলাইপাড় এলাকায় বাসার পাশে খেলাধুলা চলাকালীন দোলা বেগম নামের নিঃসন্তান এক মহিলার চোখে পড়ে অবুঝ শিশু মিনা। ভুলিয়ে নিয়ে চলে যায় মিনাকে। দীর্ঘদিন তদন্তের পর গতরাতে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে দোলার হেফাজত হতে উদ্ধার করা হয় শিশু মিনাকে।
মিনার মা-বাবার মুখে হাসি ফোটানো শ্বাসরুদ্ধকর এই অভিযানের নেতৃত্ব দেন এসি শ্যামপুর জোন মফিজুর রহমান ও এসআই লালবুর রহমানসহ অন্যান্য অফিসার ফোর্স।

ডিসি ওয়ারী মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারের উপস্থিতিতে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর কালে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। এতোদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে আপ্লুত মিনার মা পারভীন আকতার। আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল পারভীন আকতারের।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: ওসি, যাত্রাবাড়ি থানা, ডিএমপি


সিলেটভিউ ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.