আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এমপিওভুক্তির দাবিতে সড়কে শিক্ষকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ১৬:৪১:৪৪

সিলেটভিউ ডেস্ক:: যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে। আন্দোলন করছেন এমপিওভুক্তির দাবিতে।

শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণের দাবিতে গত ১৯ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা।
এদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত বগুড়ার এক শিক্ষক।

আন্দোলনরত একজন শিক্ষক বলেন, আমাদেরও সন্তান আছে, তাদের মেধা আছে। কিন্তু টাকা-পয়সার অভাবে তাদের আমরা শিক্ষা দিতে পারছি না। আমরা অনেক মানবেতর জীবন-যাপন করছি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের দাবি মেনে নেয়া হোক।
সিলেটভিউ ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন