আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ফ্লাশ নষ্ট হওয়া বিমানের যাত্রা বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ২১:৩৮:১৯

বিমানের টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে চরম দুভোর্গে পেড়েছেন ওই বিমানের ১৮০ যাত্রী। পরে তাদের চট্টগ্রাম নগরীর একটি হোটেলে রাখা হয়।

আগামীকাল সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফ্লাই দুবাইয়ের আরেকটা ফ্লাইতে করে তাদের দুবাই নিয়ে যাওয়া হবে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার সরওয়ার ই জাহান বলেন, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি সকাল ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানের টয়লেটের ফ্লাশটি কাজ করছিল না। তাই বিমানটি ফ্লাশ মেরামতের জন্য যাত্রা বিলম্ব করে। সন্ধ্যা পর্যন্ত ফ্লাশ মেরামত করতে না পারায় ওই বিমানের যাত্রা বাতিল করা হয়। পরবর্তিতে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়। তাদের আগামীকাল (শনিবার) দুবাই নিয়ে যাওয়ার কথা জানান ফ্লাই দুবাই কতৃপক্ষ।


সিলেটভিউ ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি-প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন