আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘জনগনের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে তাদের নির্যাতন করবেন না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৩:৩০:২৫

শাকির আহমদ, কুলাউড়া :: ‘মানুষ আমাকে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছে সেবা পাওয়ার জন্য। আমার আদর্শও মানব কল্যাণ করা। আপনারা (সরকারী কর্মকর্তা) জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় বেতন ভোগ করছেন। তাই কুলাউড়ার জনগণ যাতে কোন ভাবেই হয়রানী বা নির্যাতনের শিকার না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

কুলাউড়া উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এ কথা বলেন।

শপথ নেয়ার পর এই প্রথম নিজ নির্বাচনি এলাকায় এটাই সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রথম সভা।

সোমবার বেলা ১১ টার দিকে কুলাউড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলার উন্নয়ন কর্মকা- ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত ভূমিকা সম্পর্কে বিস্তর আলোচনা হয়।


কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদীউর রহিম জাদিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/শাআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন