Sylhet View 24 PRINT

ক্রাইস্টচার্চে নিহত জাকারিয়ার মরদেহ দেশে আসতে পারে মঙ্গলবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৫:০৬:৫৯

সিলেটভিউ ডেস্ক:: ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি জাকারিয়া ভূঁইয়ার মরদেহ আগামীকাল দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। ভিসা জটিলতা কেটে গেলে বাকী দুইজনের মরদেহও শিগগিরই পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে, ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। সোমবার (২৫ মার্চ) পার্লামেন্টে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ১০ দিন পর এখনো শোকগ্রস্ত গোটা নিউজিল্যান্ডবাসী। সোমবারও ক্রাইস্টচার্চের হামলায় হতাহতদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। ঘটনার দশদিন পর দুটি মসজিদই খুলে দেয়া হয়েছে, খোলা হয়েছে দোকানপাটও। তবে হামলার ক্ষতের রেশ কাটতে অনেক সময় লাগবে বলে মনে করেন সেখানকার বাসিন্দারা।

এর আগে রোববার (২৪ মার্চ) নিহতদের স্মরণে হ্যাগলে পার্কে জড়ো হন ১৫ হাজারের বেশি মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

দেশব্যাপী শোকসভা আর প্রার্থনার মধ্যেই ১৫ মার্চের ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির শীর্ষ পর্যায়ের তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন।

পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, বর্বরোচিত সন্ত্রাসী হামলার তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের মন্ত্রিপরিষদ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেন, মসজিদে হামলার ঘটনায় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নিউজিল্যান্ডবাসী শোকাহত। সবার মনে এখন একটিই প্রশ্ন এই সন্ত্রাসী হামলার ঘটনা কিভাবে ঘটলো। একইসঙ্গে সেমি অটোমেটিক অস্ত্রের ব্যবহারযোগ্যতা ও আমাদের গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়েও সুশীল মহল প্রশ্ন তুলেছেন। আমিও এই প্রশ্নগুলোর উত্তর চাই। সন্ত্রাসী হামলা প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেয়া যেত এসব বিষয়গুলো আমরা খতিয়ে দেখব।

এদিকে, নিহত তিন বাংলাদেশির মধ্যে জাকারিয়া ভূঁইয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে নিউজিল্যান্ড পৌঁছেছেন তার স্ত্রী রিনা আক্তার। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে তার মরদেহ দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। এছাড়া ভিসা জটিলতাসহ অন্যান্য প্রক্রিয়া শেষে বাকী দুইজনের মরদেহও শিগগিরই দেশে পাঠানো হবে বলে জানান তিনি।

হামলায় নিহত ওমর ফারুকের মরদেহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে ভিসা পেয়েছেন তার স্ত্রী সানজিদা জামান। তবে, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় নিউজিল্যান্ডে যেতে পারবেন না উল্লেখ করে স্বামীর মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য কামনা করেন।

সিলেটভিউ ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.