আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ১৯:৪৯:৪৩

সিলেটভিউ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা এবং পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার কুসংস্কার ও কুপমুন্ডকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।’

রোববার দিবাগত রাতে দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে দেয়া এক বাণীতে শনিবার এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাণীতে তিনি ‘বাংলাদেশ এবং বিশ্বের সব মুসলমানকে পবিত্র শবে বরাত উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানান।’

প্রধানমন্ত্রী বলেন, সৌভাগ্যের এই রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

বাণীতে পবিত্র শবে বরাত আমাদের সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনবে এবং মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করবেন এই কামনা করেন প্রধানমন্ত্রী।


সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন