আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি রাষ্ট্রপতির শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৩:১৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

রোববার (২১ এপ্রিল) শ্রীলংকার রাজধানী কলম্বো এবং আরো কয়েকটি জায়গায় দফায়-দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালন করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার স্থানীয় সময় সকাল পৌনে ন'টার দিকে কলম্বোর সেন্ট আন্থোনি'স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। একই সময়ে কলম্বোর পর্যটকদের কাছে জনপ্রিয় তিনটি বিলাস বহুল হোটেল শাংরি-লা, সিনামন এবং কিংসবারিতে হোটেলেও বোমা হামলা চালানো হয়। হোটেলগুলোতে আহতদের মধ্যে অধিকাংশই বিদেশী পর্যটক বলে জানা গেছে।
সিলেটভিউ ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

শেয়ার করুন

আপনার মতামত দিন