Sylhet View 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১৭:৫০:৩৩

সিলেটভিউ ডেস্ক :: শ্রীলঙ্কায় বোমা হামলার পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের অন্যান্য বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার (২২ এপ্রিল) রাতে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি আলমগীর হোসেন শিমুল বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবিলার লক্ষ্যে পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে বলে জানানো হয়। এসপি আলমগীর হোসেন শিমুল জানান, 'শ্রীলঙ্কায় কলম্বোতে আজ ভয়াবহ বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনার পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে. বিমান বন্দরের প্রবেশর গেট থেকে শুরু করে ভিভিআইপি, ভিআইপি ও ডমেষ্টিক লাউঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশ পথ গুলোতে তল্লাশী করা হচ্ছে'।

এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আযম মিয়া জানান, 'শ্রীলঙ্কায় কলম্বোতে বোমা হামলার ঘটনার পর শাহজালাল বিমানবন্দরসহ আমার থানা এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে চেকপাস্ট বসানোসহ তল্লাশী কার্যক্রম চলছে। সেই সঙ্গে পুলিশ চেকপোষ্ট, পুলিশী টহল জোরদারসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদেরকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে'।

পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, 'আজ পবিত্র শবে বরাত ও ইস্টার সানডে পালন উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। আজ শ্রীলঙ্কার বোমা হামলার ঘটনার পর নতুন করে আজ রোববার এ নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপাস্ট বসানো হয়েছে। ঢাকাসহ সারাদেশের এসপি ও ডিসিদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যাতে নাশকতামূলক কর্মকান্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে'।


সৌজন্যে : ইত্তেফাক

সিলেটভিউ ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.