আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

'আর করবো না ধান চাষ, দেখবো তোরা কি খাস'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৬ ১৭:০৭:৪২

সিলেটভিউ ডেস্ক :: ধান কাটতে একজন শ্রমিককে মজুরি দিতে হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা। সঙ্গে তিন বেলা খাবার। অথচ প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এত কম দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না কৃষকের। তাই নিজের পাকা ধানে আগুন লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের কৃষক আবদুল মালেক সিকদার।

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ধানের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন। এরই জের দরে এবার বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বৃদ্ধকে ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখা যায়।
বৃদ্ধের পরিহিত জামাতে লেখা 'আর করবো না ধান চাষ, দেখবো তোরা কি খাস'। এমন ব্যতিক্রমী প্রতিবাদ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে কৃষকদের প্রতি সহনুভূতি জানিয়ে মত দিচ্ছেন নেটিজেনরা।



সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৬ মে ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন