Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পদবঞ্চিতরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১৪:৩৭:৪৩


সিলেটভিউ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষা করছেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা। তার সুনির্দিষ্ট আশ্বাস পেলেই অবস্থান কর্মসূচি থেকে সরবেন বলে জানিয়েছেন তারা। আজ রবিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালনরত নেতাকর্মীরা এসব কথা জানান।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ছাত্রলীগের পদবঞ্চিতরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলে ফের মারধরের শিকার হন তারা। এতে নারী নেত্রীসহ প্রায় ১০-১২জন আহত হন।

এ বিষয়ে গত কমিটির স্কুল বিষয়ক উপ-সম্পাদক সৈয়দ আরাফাত গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের কমিটি ত্যাগীদের নিয়ে পুনর্গঠন করতে হবে। আমরা আমাদের ওপর হামলার বিচার চাই।

এ প্রসঙ্গে ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক ওই ঘটনার জন্য সরি বলেছেন। আন্দোলন বন্ধ করতে বলেন। কিন্তু আমরা এসব মানি না।

মারধরের শিকার রোকেয়া হল শাখা সভাপতি বিএম লিপি আক্তার বলেন, আমিসহ যাদের লাঞ্ছিত করা হয়েছে এর বিচার নেত্রীর কাছে দেব। সেখানে সব তুলে ধরব।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ ২৪ডটকম/১৯ মে ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.