আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দেশে ফিরলেন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ১১:৩৩:৪৭

সিলেটভিউ ডেস্ক :: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ৯ মে গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা হন। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। এতে ৬০ জন প্রাণ হারান। অন্যদিকে, ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট জানায়, সাগরে ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন