Sylhet View 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ১৫:২৮:২৯


সিলেটভিউ ডেস্ক :: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

আটক যুবকের নাম মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।

এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। এ সময় তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে ওই যাত্রী অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।

এসব বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ ২৪ডটকম/২১ মে ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.