আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সাভারের আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্য আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৫:০১:৪২

সিলেটভিউ ডেস্ক :: সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব-১। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে র‍্যাব তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় আশুলিয়া থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আটকরা হলেন- মাগুরা সদর থানার বায়নাটিবিসিপাড়ার মৃত শেখ শামীমের ছেলে রবিউল ইসলাম রবি (৫৫), গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার বাবুল মিয়ার ছেলে রোমান হোসেন (২৭), একই থানার হাটুরিয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম রানা (৩৬), শেওড়াতলী গ্রামের এসহাক আলীর ছেলে রাসেল হোসেন (২৭), পাবনার আটঘরিয়ার গোপালপুর এলাকার সামসুর রহমানের ছেলে রাসেল হোসেন হিরা, সিরাজগঞ্জের শাহজাদপুর নোকালী গ্রামের মো. আলীর ছেলে তোয়াজ আলী (৩০), টাঙ্গাইলের ধনবাড়ি থানার চাকুরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রাশেদ মিয়া (৩৫), নওগাঁর আত্রাই হিঙরকান্দি সফিকুর প্রামাণিকের ছেলে আজিজুল ইসলাম (৩৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ছোটখাটাবাড়ির মজনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), টাঙ্গাইলের নাগরপুর থানার পাহাড়পুর মৃত দবির খানের ছেলে মশিউর রহমান (৪৫), একই থানার কেদারপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে জাকির হোসেন (৪০)।

র‍্যাব জানায়, আটকদের নিকট থেকে অচেতন করার মলম, ব্লেড, মোবাইল, নগদ টাকা ও ছুরি জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, আটকদের নামে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ ২৪ডটকম/ ১৮ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন