আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্র্য শূন্যের কোটায় আসবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ২১:২১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনা সম্ভব হবে।

কারণ হিসেবে মন্ত্রী জানান, ২০০৫ সালে দারিদ্রের হার ছিল ৪০ শতাংশ এবং ২০১০ এ দারিদ্র্যের হার ৩১.৫ থেকে ২০১৮ সালে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে এবং অতি-দারিদ্র্যের হার নেমে এসেছে ১১.৩ শতাংশ।

সোমবার জাতীয় সংসদে মোহাম্মদ শহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মাত্র কয়েক দশক আগেও বাংলাদেশে অনাহারী-অর্ধাহারী মানুষের যে ছবি ভেসে উঠত এখন আর সেই দৃশ্য চোখে পড়ে না।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২৪ জুন ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন