আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

পুরান ঢাকায় ভবন ধস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১৯:৩১:৩১

সিলেটভিউ ডেস্ক :: পুরান ঢাকার পাটুয়াটুলীতে শত বছরের পুরনো একটি দোতলা ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

বুধবার দুপুর দেড়টার দিকে সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের ওই ভবনটি ধসে পড়ে।

স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো ওই ভবনটিতে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি সরকারি, তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার গণমাধ্যমকে বলেন, ভবনের ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। আমাদের ৩টি ইউনিট সেখানে কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৭ জুলাই ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন