Sylhet View 24 PRINT

ছেলেধরা সন্দেহে নওগাঁর মান্দা উপজেলায় গণপিুটনিতে আহত ৬

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২১ ১২:০৪:২৩

সিলেটভিউ ডেস্ক :: ছেলেধরা সন্দেহে নওগাঁর মান্দা উপজেলায় ছয় জেলেকে গণপিুটনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সনজিত ছয় জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং মৎস্যজীবীরা ৩০ শতাংশ নেবে।

সকাল থেকে ছয় জেলে পুকুরে মাছ ধরছিলেন। এসময় তারা তিনটি বড় মাছ গোপনে বস্তার মধ্যে রেখে দেয়।

পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারেন এবং বস্তা দেখতে চাইলে তারা দেখাতে রাজি হচ্ছিলেন না। এক সময় জেলেরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি।

পাড়ার লোকজন ছেলেধরা সন্দেহে চিৎকার দিয়ে তাদের ধরে গণপটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলেধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ মৎস্যজীবী। তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।

মাছ শিকারের জালসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় বলে জানান ওসি।

সৌজন্যে:  যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২১ জুলাই ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.