আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বাড়ির ছাদে এডিস মশার লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ১১:২৮:০৭

সিলেটভিউ ডেস্ক ::রাজধানীর গুলশানে একটি বাড়ির ছাদ নোংরা থাকায় এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভবনের কেয়ারটেকারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়। এ সব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে কেয়ারটেকারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঈদুল আজহার ছুটির পর ডেঙ্গু ইস্যুতে এটিই ডিএনসিসির প্রথম ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৫ আগস্ট ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন