Sylhet View 24 PRINT

২৭৪টি হজ ফ্লাইট শেষে দেশে ফিরলেন ৯৫ হাজার ১৫ হাজি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১১:২৭:৪৩

সিলেটভিউ ডেস্ক :: পবিত্র হজ পালন শেষে ২৭৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজি।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

হজ অফিস সূত্র জানায়, সোমবার পর্যন্ত ১৭ জন নারীসহ মোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় দুইজন। 

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.