Sylhet View 24 PRINT

রাজশাহীতে আশুরার মিছিলে ‘হাই হোসেন-হাই হোসেন’ মাতম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৮:০০:৩২

সিলেটভিউ ডেস্ক :: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট, দরগাপাড়া, শিরোইল কলোনী ও উপশহর এলাকা থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের করে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

এর মধ্যে দরবারে মা খাতুনে জান্নাত (র.) তরিকায়ে নকশাবন্দীর আশুরা উদযাপন কমিটি নগরীর শিরোইল কলোনী থেকে তাজিয়া মিছিল বের করে।

বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশন নগরীতে শোক মিছিল, পথসভা ও ইসলামিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।

পবিত্র আশুরা উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাজিয়া মিছিলের সঙ্গে পুলিশ থেকে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করে।

এই দিন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণের ঘটনা স্মরণে রাজশাহীর তাজিয়া মিছিলগুলোতে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন শিয়া মুসলমানরা।

দিনটিতে বাদ যোহর হযরত শাহ মখদুম (র.) দরগা শরীফে খিচুড়ি বিতরণ করা হয়।

এছাড়া আশুরার তাৎপর্য উল্লেখ করে দরগা মসজিদে আলোচনার সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন দরগা মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান।

এছাড়া বাদ মাগরিব রাজশাহী জেলা এবং মহানগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অপরদিকে, রাতে এশার নামাজ আদায়ের পর দরগা শরীফসহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির-আজগার এবং বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মধ্যদিয়ে রাত্রী যাপন করবেন।

দিনটি উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন প্রতিটি গোরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করেছে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.