আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কোম্পানীগঞ্জে শ্বশুরবাড়ি যেতে না দেয়ায় আত্মহত্যা করলেন তন্নী!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১২ ২০:০২:৩২

সিলেটভিউ ডেস্ক :: কোম্পানীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি যেতে না দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন তন্নী রানী মজুমদার (২০)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তন্নী তার বাবার বাড়িতে বিষপান করেন। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

আত্মহত্যাকারী তন্নী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হোনাইগো বাড়ির বাবুল মজুমদারের মেয়ে ও চরহাজারী ইউনিয়নের রংমালা বাজার সংলগ্ন বিপিল পণ্ডীত বাড়ির শ্রীরূপ মজুমদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ৯ মাস পূর্বে শ্রীরূপ মজুমদারের সঙ্গে তন্নী রানীর বিয়ে হয়। বুধবার রাতে তন্নী তার শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে পিতার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে তার তুমুল বাক-বিতণ্ডা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তন্নী বিষ পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর ওইদিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।

তবে কী ঘটনা নিয়ে পিতার বাড়ির লোকজনের সঙ্গে তন্নীর বাক-বিতণ্ডা হয়েছে তা জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন