Sylhet View 24 PRINT

সুন্দরবন থেকে ১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৭ ১৭:২৭:১০

সিলেটভিউ ডেস্ক :: বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকা থেকে ১৬ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে পাচারকারীদের কাছ থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।

আটককৃতরা হল- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদার (৩৫)। পরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সোমবার বিকাল থেকে সুন্দরবনের চরখালী এলাকায় তল্লাশি চালাতে থাকে।

রাত ৯টার দিকে পাজড়াফুটা নামক খালে একটি ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে তক্ষকটি উদ্ধার করে। পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা তক্ষকটি লেজসহ ১৬ ইঞ্চি লম্বা।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.