আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান: প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ১৭:১৩:৪৮

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীসহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নামমাত্র টাকা ভাড়া দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ও আবাসিক হলে কারা থাকছেন, কারা মাস্তানি করছেন তা খতিয়ে দেখা হবে।

বুধবার (০৯ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তা মনে করি না। তবে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলে করতে পারে। এ নিয়ে সরকারের কিছু বলার নেই।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সর্বাগ্রে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্র রাজনীতি করেই এতদূর এসেছি। যারা উড়ে এসে জুড়ে বসে তারা ক্ষমতা উপভোগ করতে আসেন। তারা ছাত্র রাজনীতি পছন্দ করেন না।

সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/০৯ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন