আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রাম বন্দরে সুতার বদলে এলো মাটি ও বালুর বস্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ২০:১৭:৩১

সিলেটভিউ ডেস্ক :: চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে সুতার বদলে পাওয়া গেলো মাটি ও বালুর বস্তা। চীন থেকে আসা ওই কনটেইনারে ২৫ টন সুতা থাকার কথা থাকলেও খোলার পর পাওয়া গেছে বালু ও মাটির বস্তা।

বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এ চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, এতে মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। গাজীপুরের এনজেড এক্সেসরিজ লিমিটেডের নামে চালানটি বন্দরে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কালকিনি কমার্শিয়াল এজেন্সিজ লিমিটেড।

কাস্টম কমিশনার বলেন, কনটেইনারটিতে প্রাপ্ত পণ্যের তালিকা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানি লন্ডারিং। তবে ব্যাংকে আমদানি ঋণপত্রের বিপরীতে টাকা পরিশোধ হয়েছে কিনা, আমদানিকারকের অতীত রেকর্ড, রপ্তানিকারকের ভুল বা প্রতারণা রয়েছে কিনা এসব বিষয় দেখা হচ্ছে। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/০৯ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন