আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আবরারের নামেই প্রথম সন্তানের নাম রাখলেন র‌্যাব সদস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১০ ১০:০৪:৫৮

সিলেটভিউ ডেস্ক :: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর খুনিদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই উত্তপ্ত সময়েই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান জন্ম নেয়। অকালপ্রয়াত মেধাবী আবরারের নামেই সন্তানের নাম রাখলেন এই র‌্যাব সদস্য।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় কনস্টেবল শামীম হাসানের প্রথম সন্তান। তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ।

বিষয়টি সবাইকে জানিয়ে কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি,এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ।’

সন্তান যেন দানশীল,গরীব দুঃখী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয় সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১০ অক্টোবর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন