আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ইতালিতে ৩ মিলিয়ন ইউরোসহ তিন চীনা নাগরিক আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ১৯:৫৯:৪৩

সিলেটভিউ ডেস্ক :: ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে ২.৮ মিলিয়ন ইউরোসহ রোমের অর্থনৈতিক পুলিশের নেতৃত্বে তিন চীনা নাগরিককে আটক করা হয়েছে। শনিবার ১১ অক্টোবর বিশেষ নজরদারির মধ্যে বিমানবন্দরে তাদের আটক করা হয়।

জানা গেছে, শেষ বোর্ডিং নেওয়ার পর দেশটির পুলিশ তাদেরকে নজরদারিতে রাখেন। পরে কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় চীনা নাগরিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে শুরু করেন। এতে পুলিশ একাধিকবার এ রুটে তাদের আসা যাওয়ার প্রমাণ পায়। এ সময় তিনটি লাগেজ তল্লাশি করে ২.৮ মিলিয়ন ইউরো উদ্ধার করে। ইউরোগুলো খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল।

পুলিশ জানা, এই অর্থ নিয়ে হংকংয়ের উদ্দেশে ইতালি ত্যাগ করতে চেয়েছিলেন তারা। এর আগে চলতি বছরে প্রথম নয় মাসে অর্থনৈতিক পুলিশ (গার্ডিয়া ডি ফিনানজা) মুদ্রা ট্রানজিটের পাঁচশটি ঘটনা শনাক্ত করে প্রায় দশ মিলিয়ন ইউরো জব্দ করে।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন