আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মোবাইল ফেরত পাওয়ার পর মেমোরি কার্ড চাওয়ায় যুবককে খুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ২০:০১:১১

সিলেটভিউ ডেস্ক :: খুলনায় চুরি যাওয়া মোবাইল ফেরত পাওয়ার পর মেমোরি কার্ড চাওয়ায় হায়বাত শেখ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হায়বাত শেখ জেলার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম জানান, পদ্মবিলা গ্রামের আরিফ সরদারের ছেলে জসিম সরদার কয়েকদিন আগে হায়বাতের একটি মোবাইল ফোন চুরি করে। পরে জসিম মোবাইল ফোনটি ফেরত দিলেও মেমোরি কার্ডটি রেখে দেয়। সেই কার্ড ফেরত চাওয়ায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে জসিম হায়বাতকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা হায়বাতকে উদ্ধার করে ও জসিমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় বায়বাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হায়বাত মারা যান।

দিঘলিয়া থানার ওসি মানস রঞ্জন ঘোষ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ সন্ত্রাসীরা হায়বাত শেখের চাচা টিপু শেখকে কুপিয়ে হত্যা করে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন