আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ধানক্ষেত থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ২০:২৬:৩০

সিলেটভিউ ডেস্ক :: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুরা এলাকার ধানক্ষেত থেকে দুই দিন বয়সের এক নবজাতক ছেলে শিশুকে জীবন্ত উদ্ধার করেছে এলাকাবাসী। তার চিৎকার শুনে ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

অজ্ঞাত পরিচয়ের ফুটফুটে এ শিশুটিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেবি কেয়ার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আপাতত হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির সেবা শুশ্রূষার দায়িত্ব পালন করছে।

তাড়াইল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

কিশোরগঞ্জের সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান জানান, আগামীকাল বুধবার তাড়াইল উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা আছে। এ সভায় ওই শিশুটি পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন।

তবে, এ ক্ষেত্রে আদালতের নির্দেশনাসাপেক্ষে ঢাকার আজিমপুরে ছোট মণি নিবাসে শিশুটিকে পুনর্বাসনের সুযোগ রয়েছে। সেখানে শূন্য থেকে ৬ বছর বয়সের এ ধরনের শিশুদের পুনর্বাসন করা হয়।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন