আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বুয়েটে গণশপথ, আন্দোলন স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ১৬:০৪:০০

সিলেটভিউ ডেস্ক :: নতুনভাবে পথ চলতে সন্ত্রাস, অনৈতিকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণশপথ নিয়েছেন বুয়েটের উপাচার্য, সব প্রভোস্ট এবং শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান।

শপথ বাক্য পাঠ করান ১৭তম ব্যাচের রাফিয়া রেজওয়ানা।
সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয় এই শপথে। শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্দোলন স্থগিত করা হল।

শিক্ষার্থীরা জানান, আরবারের খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। ১০ দফা দাবির মধ্যে তিনটি দাবি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে, ১০ দফা দাবির বিষয়ে তারা খোঁজ খবর রাখবেন।

তারা আরও জানান, বুয়েট প্রশাসনের কাছে পাঁচটি দাবি ছিল। সেসব দাবির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে। এ কারণে, বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম।


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন