Sylhet View 24 PRINT

পদ্মায় বড়শি দিয়ে ওঠানো হলো নাসিমের মৃতদেহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৭ ১০:২৮:৫৪

সিলেটভিউ ডেস্ক :: পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন নাসিম মল্লিক (২৫) নামে এক কৃষক। এরপর বহু খোঁজাখুঁজির পর তাঁকে না পাওয়ায় স্থানীয়রা স্থানীয়রা নদীতে জাল ও বড়শি ফেলে উদ্ধার চেষ্টা চালান। অবশেষে সন্ধ্যার পরে বড়শিতে নাসিমের মরদেহ উঠে আসে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের মোল্লার ঘাটে কৃষকদের বহনকারী নৌকা ডুবে যায়। এরপর অন্যরা সাঁতরে উঠে এলেও নাসিম নিখোঁজ হয়ে যান। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে।

জানা গেছে, গতকাল ৩০-৩৫ জন কৃষকের একটি দল পদ্মা নদীর ওপারে পেঁয়াজ লাগাতে যান। ফেরার পথে অতিরিক্ত ভারে পাড়ের কাছে নৌকাটি উল্টে যায়।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হলেও কোনো ডুবুরি না থাকায় তাদের আসতে বিলম্ব হয়।

স্থানীয়রা সন্ধ্যার পর জাল ও বড়শি দিয়ে উদ্ধারের চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়। একটি বড়শিতেই নাসিমের মরদেহ উঠে আসে।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.