আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ হারালেন যুবলীগ নেতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১২:০৮:১৪

সিলেটভিউ ডেস্ক :: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবলীগ নেতা চিকিৎসাধীন থেকে মারা গেছেন। নিহতের নাম জামরুল ইসলাম (২৫)।

শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত জামরুল উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ১৫ অক্টোবর শ্বশুরবাড়ি আলাইপুর থেকে অটোরিকশায় স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি আড়ানী এলাকায় ফিরছিলেন যুবলীগ নেতা জামরুল।

ওই দিন রাত ৮টার দিকে তিনি চকসিংগা গ্রামের মসজিদ এলাকায় পৌঁছালে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে পরিবারের সবাই আহত হয়। আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও ছেলে সুস্থ হলেও জামরুল ইসলাম ৫ দিন চিকিৎসাধীন থেকে শনিবার সকাল ৮টার দিকে মারা যান।

আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল জানান, জামরুলের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন